চাঁদ চন্দ্র আলাদা করা হয়েছে, চলুন আয়াতটি দেখে নিই, "কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ দ্বিখন্ডিত হয়ে গেছে" (সুরা আল ক্বামার আয়াত ১) সুরা ক্বামার (৫৪), আয়াত ১ এ এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে; আর এই ভবিষ্যদ্বাণী সম্পন্ন হয়েছে ১৯৬৯ সনের জুলাই ২১ তারিখ, বিকেল ৫:৫৪:১ (UTC) যখন চাঁদ থেকে চাঁদকে আলাদা করা হয় (চাঁদ থেকে ২১ কেজি চাঁদের পাথর নেওয়া হয়েছিল) বা ভাগ করা হয়েছিল, বা দ্বিখন্ডন করা হয়েছিল। এখন পৃথিবী তো আর সমতল না যে সব জায়গায় বিকেল হবে, অতএব, শুধু মিনিট আর সেকেন্ডের দিকে লক্ষ করা যেতে পারে যা কিনা সর্বত্রই এক, আর তা হচ্ছে ৫৪:১ ... আর এই ভবিষ্যদ্বাণী আমরা কুরআনের ৫৪:১ এ দেখতে পাই!! কাকতালীয় লাগবে অস্বীকারমনাদের কাছে, স্বাভাবিক। চলুন, দেখা যাক এ আয়াতের পর থেকে কুরআনের শেষ আয়াত পর্যন্ত মোট কয়টি আয়াত আছে: সুরা ৫৪ ক্বমর আয়াত ৫৪ সুরা ৫৫ রাহমান আয়াত ৭৮ সুরা ৫৬ ওয়াক্বিয়াহ আয়াত ৯৬ সুরা ৫৭ হাদীদ আয়াত ২৯ সুরা ৫৮ মুজাদিলাহ আয়াত ২২ সুরা ৫৯ হাশর আয়াত ২৪ সুরা ৬০ মুমতাহানাহ আয়াত ১৩ সুরা ৬১ স্বাফ্ আয়াত ১৪ সুরা ৬২ জুমু'আহ্ আয়াত ১১ সুরা ৬৩ মুনাফিকুন আয়াত ১১ সুরা ৬৪ তাগাবুন আয়াত ১৮ ...