কোরআনে উল্লেখিত সামুদ জাতি এবং লুত জাতি, সামুদ জাতিকে ধ্বংস করে দেয়ার ঘটনা বলতে গিয়ে কোরআন বলেছে ভয়ংকর এক শব্দের মাধ্যমে আজাবের কথা। এখানে আজাবের উপকরন "ভয়ংকর শব্দ"। আবার লুত সম্প্রদায়কে ধ্বংস করার কথা বলতে গিয়ে কোরআন বলছে পাথর-বৃষ্টির কথা। এখানে আজাবের উপকরণ "পাথর বা শিলা-বৃষ্টি"।
পাথর বৃষ্টি ৪ বার, লুত সম্প্রদায় - ৮ (৪*২) বার করে এসেছে।
লক্ষনীয় বিষয় ধ্বংসপ্রাপ্ত জাতীর রিপিটেশন, ধ্বংস করার উপকরণের রিপিটেশনের দ্বিগুন।
আল্লাহ আমাদের কুরআন নিয়ে গবেষনা করার তৌফিক দান করুন আমিন ।
আল্লাহুম্মা ছাল্লে আলা মোহাম্মাদ ওয়ালা আলে মোহাম্মাদ
আল কোরআনেঃ
ভয়ংকর শব্দ ১৩ বার, সামুদ জাতি - ২৬ (১৩*২) বার করে এসেছে।পাথর বৃষ্টি ৪ বার, লুত সম্প্রদায় - ৮ (৪*২) বার করে এসেছে।
লক্ষনীয় বিষয় ধ্বংসপ্রাপ্ত জাতীর রিপিটেশন, ধ্বংস করার উপকরণের রিপিটেশনের দ্বিগুন।
আল্লাহ আমাদের কুরআন নিয়ে গবেষনা করার তৌফিক দান করুন আমিন ।
আল্লাহুম্মা ছাল্লে আলা মোহাম্মাদ ওয়ালা আলে মোহাম্মাদ
Comments
Post a Comment