ব্যাপারটি হলো যে দুটি শব্দের মাঝে তুলনা করা হয়েছে ঐ দুটি শব্দ কোরআনে সমপরিমান সংখ্যায় এসেছে।
যেমন-
১. "আল্লাহ তায়ালার কাছে ঈসার তুলনা হচ্ছে আদম এর মত"। (আল-ইমরান : ৫৯)
ঈসার জন্য গ্রহন করেছেন অলৌকিক ভাবে, আর আদম ও ঠিক তাই।
২. যারা আমার সুস্পষ্ট আয়াতসমূহ অস্বীকার করে তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মত"। (সূরা আরাফ)
যারা আমার সুস্পষ্ট আয়াত সমূহ অস্বীকার করে বাক্যটি কোরআনে এসেছে ৫ বার।
আবার কুকুর শব্দটিও কোরআনে এসেছে ৫ বার।
আল্লাহ আমাদের কুরআন নিয়ে গবেষনা করার তৌফিক দান করুন আমিন ।
আল্লাহুম্মা ছাল্লে আলা মোহাম্মাদ ওয়ালা আলে মোহাম্মাদ
যেমন-
১. "আল্লাহ তায়ালার কাছে ঈসার তুলনা হচ্ছে আদম এর মত"। (আল-ইমরান : ৫৯)
ঈসার জন্য গ্রহন করেছেন অলৌকিক ভাবে, আর আদম ও ঠিক তাই।
২. যারা আমার সুস্পষ্ট আয়াতসমূহ অস্বীকার করে তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মত"। (সূরা আরাফ)
যারা আমার সুস্পষ্ট আয়াত সমূহ অস্বীকার করে বাক্যটি কোরআনে এসেছে ৫ বার।
আবার কুকুর শব্দটিও কোরআনে এসেছে ৫ বার।
আল্লাহ আমাদের কুরআন নিয়ে গবেষনা করার তৌফিক দান করুন আমিন ।
আল্লাহুম্মা ছাল্লে আলা মোহাম্মাদ ওয়ালা আলে মোহাম্মাদ
Comments
Post a Comment