ইরাম শহর এর রহস্য উদঘাটন, কোরআন এ সূরা আল ফজর এর সাত নং আয়াতে ইরাম নামক একটি শহর এর ধ্বংস এর কথা বলা হয়েছে যারা সুু্উচ্চ স্তম্ভের অধিকারী ছিল । কিন্তু ইতিপুর্বে ইরাম নামক কোন শহর এর নাম পৃথিবীর ইতিহাসে খুজে পাওয়া যায় না। এজন্য ঐতিহাসিক ও তাফসিরকারকগণ ঐ শহরটির সম্বন্ধে কোন ব্যাখ্যা দিতে পারতেন না।
সুরা ৮৯ ফাজর আয়াত ৬-৮
۞ যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং
১৯৭৩ সালে সিরিয়ার এরলুস নামক একটি প্রাচিন শহর খননের সময় কিছু শিলালিপি পাওয়া যায়। এ সমস্ত লিপি পর্যবেক্ষন করে সেখানে ৪০০০ বছরের পুরনো একটি সভ্যতার নিদর্শন পাওয়া যায়।
শিলালিপিগুলোতে উল্যেখ পাওয়া যায় ইরাম নামক একটি শহরের নাম, যে শহরের সাথে তৎকালীন এরলুস শহরের লোকজন ব্যবসা-বানিজ্য করতো।
এই সত্যটা অবিস্কার হলো ১৯৭৩ সালে, এর আগে কেউ এই শহরের রহস্য জানতো না, অথচ কোরআন শহরটির কথা বলে গিয়েছে ১৪০০ বছর আগে।
আল্লাহ আমাদের কুরআন নিয়ে গবেষনা করার তৌফিক দান করুন আমিন ।
আল্লাহুম্মা ছাল্লে আলা মোহাম্মাদ ওয়ালা আলে মোহাম্মাদ
সুরা ৮৯ ফাজর আয়াত ৬-৮
۞ আপনি কি লক্ষ্য
করেননি, আপনার পালনকর্তা আদ
বংশের ইরাম গোত্রের সাথে
কি আচরণ করেছিলেন,
۞ যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং
۞ যাদের সমান শক্তি
ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে
কোন লোক সৃজিত হয়নি
১৯৭৩ সালে সিরিয়ার এরলুস নামক একটি প্রাচিন শহর খননের সময় কিছু শিলালিপি পাওয়া যায়। এ সমস্ত লিপি পর্যবেক্ষন করে সেখানে ৪০০০ বছরের পুরনো একটি সভ্যতার নিদর্শন পাওয়া যায়।
শিলালিপিগুলোতে উল্যেখ পাওয়া যায় ইরাম নামক একটি শহরের নাম, যে শহরের সাথে তৎকালীন এরলুস শহরের লোকজন ব্যবসা-বানিজ্য করতো।
এই সত্যটা অবিস্কার হলো ১৯৭৩ সালে, এর আগে কেউ এই শহরের রহস্য জানতো না, অথচ কোরআন শহরটির কথা বলে গিয়েছে ১৪০০ বছর আগে।
আল্লাহ আমাদের কুরআন নিয়ে গবেষনা করার তৌফিক দান করুন আমিন ।
আল্লাহুম্মা ছাল্লে আলা মোহাম্মাদ ওয়ালা আলে মোহাম্মাদ
Comments
Post a Comment