১ম | আলী ইবন আবী তালিব | ৬০০ - ৬৬১ | 'Alī ibn Abī Ṭālib , Amīru al-Mu'minīn নামেও পরিচিত |
২য় | হাসান ইবনে আলি | ৬২৫ – ৬৬৯ | Ḥasan ibn 'Alī , Al-Hasan al-Mujtaba নামেও পরিচিত |
৩য় | হুসাইন ইবনে আলি | ৬২৬ – ৬৮০ | Ḥusayn ibn 'Alī , Al-Husayn ash-Shaheed নামেও পরিচিত |
৪র্থ | জয়নাল আবেদীন | ৬৫৮ – ৭১৩ | 'Alī ibn Ḥusayn , Ali Zayn al-'Abideen নামেও পরিচিত |
৫ম | মুহাম্মদ আল বাকির | ৬৭৬ – ৭৪৩ | Muḥammad ibn 'Alī , Muhammad al-Bāqir নামেও পরিচিত |
৬ষ্ঠ | জাফর আল সাদিক | ৭০৩ – ৭৬৫ | Ja'far ibn Muḥammad , Ja'far aṣ-Ṣādiq নামেও পরিচিত |
৭ম | মুসা আল কাদিম | ৭৪৫ – ৭৯৯ | Mūsá ibn Ja'far , Mūsá al-Kāżim নামেও পরিচিত |
৮ম | আলী আর-রিজা | ৭৬৫ – ৮১৮ | 'Alī ibn Mūsá , Ali ar-Riża নামেও পরিচিত |
৯ম | মুহাম্মদ আল ত্বকী | ৮১০ – ৮৩৫ | Muḥammad ibn 'Alī , Muḥammad al-Jawad এবং Muḥammad at-Taqi নামেও পরিচিত |
১০ম | আলী আল হাদী | ৮২৭ – ৮৬৮ | 'Alī ibn Muḥammad , Alī al-Ḥādī এবং ""Alī an-Naqī নামেও পরিচিত |
১১তম | হাসান আল আসকারি | ৮৪৬ – ৮৭৪ | Ḥasan ibn 'Alī , Hasan al Askari নামেও পরিচিত |
১২তম | মুহাম্মাদ আল মাহদি | ৮৬৯ – In occultation | Muhammad ibn Ḥasan , al-Hujjat ibn al-Ḥasan, Imam al-Mahdī, Imam al-Aṣr, ইত্যাদি নামেও পরিচিত |
সুরা মুদাসসির এবং ফেরেসতার সংখ্যা উনিশ এবং উনিশ তত্ব উদঘাটন । "সেখানে (জাহান্নামে) নিয়োজিত আছে উনিশ জন ফেরেশতা। আমি ফেরেশতাদেরকে জাহান্নামের প্রহরী রেখেছি কাফিরদের পরীক্ষার জন্য আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি যাতে আহলে কিতাবের দৃঢ় বিশ্বাস জন্মে ঈমানদারদের ঈমান বর্ধিত হয় এবং বিশ্বাসীগন এবং আহলে কিতাব যেন সন্দেহ পোষন না করে । এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও কাফিররা বলবেঃ আল্লাহ এ বর্ণনা দ্বারা কি বুঝাতে চেয়েছেন ? এইভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। তোমার প্রতিপালকের বাহীনি সম্পর্কে একমাত্র তিনিই জানেন। এই বর্ণনা তো সমস্ত মানুষের জন্য নিছক উপদেশ । (সূরা মুদ্দাসসির : ৩০,৩১) এই আয়াতে বলা হচ্ছে জাহান্নামের আগুন নিয়ন্ত্রনের জন্যে ১৯ জন ফেরেশ্তা রাখা হয়েছে। আর তাদের সংখ্যাকে কাফেরদের পরিক্ষা করার জন্য নিধারণ করা হয়েছে। একই সাথে কিতাবীদের বিশ্বাস দৃঢ় করতে আর মুমিনদের ইমান বৃদ্ধির কাজেও লাগবে । তার মানে এখানে ১৯ সংখ্যা দিয়ে আল্লাহ কিতাবীদের ঈমান বৃদ্ধি করেছেন । মিশরের খ্যাতনামা বিজ্ঞানী ড. রশিদ কোরআন নিয়ে এক ব্যাপক গবেষণা চালিয়...
Comments
Post a Comment